Art Life Journey, Subarna Saha

Peeptoon
3 min readJul 5, 2021

--

Hello guys, We are from peeptoon, the #1 art, and craft shop. We have lots of peepner across the country. In one of these, She achieved the best peepner award for the weekend. Here we share her journey. Let’s see What She said (in her own language)……

Hi, আমি সুবর্না সাহা। আমি একচুয়ালি গণিতের ছাত্রী। ছোটবেলা থেকেই আমি গণিতকে খুব ভালোবাসি, শুধুমাত্র গণিত সাবজেক্ট এর জন্যই মাধ্যমিকের পরে আমি সাইন্স স্ট্রিমে এডমিড হয়েছি। 2017 পর্যন্ত আমি শুধুমাত্র Maths সাবজেক্ট নিয়েই passionate ছিলাম। কিন্তু 2018 থেকেই আর্ট এড হয় আমার passion এর লিস্টে। হঠাৎ করে আর্ট কিভাবে এড হলো চলো ডিটেলসে বলি। ছোটবেলা থেকে আর্টকেও খুব ভালবাসতাম।যখন ক্লাস 6 এ তখন আমি আর্ট শেখার জন্য ভর্তি হই। সে খুব ভাল আর্ট করাতো, অনেক কিছু শিখেছি উনার থেকে।এক থেকে দেড় বছর অঙ্কন শিখেছিলাম। এরপরে পড়াশোনার চাপ এবং অন্যান্য কারণে আর্ট শেখা এবং করা একদম বন্ধ হয়ে যায়। মাঝে ছয় থেকে সাত বছর একদম আর্ট করা হয়নি। 2017 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে অবসর টাইম ছিল তখন আর্ট স্টার্ট করলাম। অল্প অল্প করতাম। তারপর একজন সাজেস্ট করল আর্ট শেখার জন্য। আমিও সিরিয়াসলি আর্ট শেখা স্টার্ট করলাম।2018 তে একটা সেন্টারে ভর্তি হলাম। তখন আমি Maths Honours এর 1st Year এর স্টুডেন্ট। আর্ট সেন্টারে আমার বয়সের স্টুডেন্টের অলরেডি 5th yr or 7th yr কমপ্লিট। আমি মাত্র আর্টে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম । কলেজের স্টাডি প্রেসারে আর্ট ক্লাসে তেমন যাওয়া হতো না। বাড়িতে কিছু কিছু প্র্যাকটিস করতাম। আর্ট দেখে স্যার 1st ইয়ার থেকে 4th Year এ প্রমোট করেছে।এখন আমি 7th ইয়ারের স্টুডেন্ট। স্টাডির সাথে সাথে আর্ট টাও করতে থাকি। 2020 তে ম্যাক্সিমাম আর্ট করা হয় লকডাউন এর কারণে। এখন আমি আর্ট এর ব্যাপারে খুবই প্যাশনেট। ডেইলি কিছু-না-কিছু ড্র করি। ডেইলি শেখার চেষ্টা করি। লার্নিং- এই মেইন ফোকাস আমার। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখব। আমি বিভিন্ন ধরনের আর্টই করি, যেমন- পোর্ট্রেট স্কেচ,ওয়াটার কালার পেন্টিং, অ্যাক্রিলিক কলার পাইন্টিং, ওয়েল পেস্টেল, গ্লাস কালার পেন্টিং ইত্যাদি। এরমধ্যে ওয়াটার কালার এবং পেন্সিল স্কেচ টাই বেশি করা হয়। আমি মেইনলি নিজের চেষ্টায়, ইউটিউব এবং অনলাইন টিচার্স থেকে আর্ট শিখছি। অনেক আর্টিস্টের সাথে এখন ফেসবুকের দৌলতে কানেকশন আছে। তাদের পেইন্টিং থেকে ডেইলি ইন্সপায়ার হই।

Every artist is my inspiration

আর্ট একচুয়ালি ডেইলি প্র্যাকটিস করতে হয়, প্রসেসটাকে ইনজয় করতে হয়। কারণ শিল্পের কোনো শেষ নেই। শিল্পে কখনো স্যাটিসফ্যাকশন আসবেনা। তাই আমি ড্রইং এর প্রসেসটাকে ইনজয় করি। তারপরও মাঝেমধ্যে স্যাটিসফ্যাকশন থাকেনা।স্যাটিসফ্যাকশন না থাকাটাই শিল্পকে ইউনিক করে তোলে, শিল্পকে অনেকদূর নিয়ে যায়। আচ্ছা যাই হোক আমি আর্ট কে কখনো ছাড়তে পারবো না। লাস্টে এটাই বলব আর্ট এবং ম্যাথ দুটোই আমার প্যাশনেট সাবজেক্ট। আমি মনে করি আর্ট এবং ম্যাথ ইন্টার কানেক্টেড। ইন প্রেজেন্ট আমি আর্টে বেশি প্যাশনেট মনে হচ্ছে। দেখি ফিউচারে কি হয়। সবাই প্রচুর প্রচুর আর্ট করো, ডিপলি শেখার চেষ্টা করো আমিও ডিপ্লি শেখার চেষ্টা করছি। সবাই সবাই কে সাপোর্ট করো। ছোট বড় সব আর্টিস্ট থেকে অনেক কিছু শেখার আছে।জাস্ট শেখার চেষ্টা করো। লার্নিংই একমাত্র পথ গ্রেট আর্টিস্ট হওয়ার। Like, Comment, Share and followers কিছুই না আপনা আপনি সব বাড়বে। এখন এগুলোর পিছনে ঘুরে লাভ নেই। এই সেন্টেন্স গুলো আমি রেগুলার নিজেকে নিজে “বলি”, তোমরা ও তোমাদের বলতে পারো। আমার আর্ট জার্নি তো জাস্ট শুরু হয়েছে…..দেখি কতদূর যেতে পারি। 🖌️

Follow her on Facebook

Follow her on Peeptoon

Team Management Leader on Peeptoon

Commission Work

Youtube

Buy a Brush

--

--

Peeptoon
Peeptoon

No responses yet